সুরক্ষা: কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া Surokkha: The process of receiving the Covid-19 corona vaccine
অনলাইনে নিবন্ধন
প্রথমে এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।
SMS নোটিফিকেশন
অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে খুদেবার্তা পাবেন।
টিকা কেন্দ্রে টিকা গ্রহণ
মুঠোফোনে খুদেবার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকাকার্ড জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।
সাধারণ জিজ্ঞাসা:
www.surokkha.gov.bd ওয়েব
পোর্টালে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর থেকে “সুরক্ষা” অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ওয়েব পোর্টালে "সহায়িকা" দেখুন।
www.surokkha.gov.bd ওয়েব
পোর্টালে "টিকা কার্ড সংগ্রহ" মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর
যাচাইপূর্বক ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে পারবেন।
কোভিড-১৯ এর ভ্যাকসিনের
দুইটি ডোজ গ্রহণ করতে হবে।
জাতীয় কোভিড-১৯
টিকাদান ও কর্ম পরিকল্পনা অনুসারে অগ্রাধিকার ভিত্তিক তালিকা অনুযায়ী সকলকে টিকা দেয়া
হবে।
রেজিস্ট্রেশনকৃত/লাইন লিস্টিং-এর অর্ন্তভুক্ত তালিকার উদ্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোভিড টিকা দেয়া যাবে না।
১৮ বছরের নীচে,
গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী
মা, অসুস্থ ও হাসপাতালে ভর্তি
হওয়া ব্যক্তি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে অনুরোধ করতে হবে। ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে টিকা দেয়া যাবে না।
গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না।
0 মন্তব্য